ভ্যাটিকানে পোপ-ম্যাক্রোঁ বৈঠক

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত এই বৈঠকে দারিদ্র ও অভিবাসন ইস্যুসহ ইউরোপের আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে তারা আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইমানুয়েল ম্যাক্রোঁ এবং পোপ ফ্রান্সিসভ্যাটিকানের অ্যাপোসটোলিক প্যালেসে এক ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজ দেশে ধর্মনিরপেক্ষতার বদলে ক্যাথলিক চার্চের দিকে ঝুঁকে পড়ার অভিযোগ রয়েছে ম্যাক্রোঁ’র বিরুদ্ধে। এমন অভিযোগের মধ্যেই মঙ্গলবার পোপের সঙ্গে দীর্ঘ বৈঠকে মিলিত হন ফরাসি প্রেসিডেন্ট।

ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, পোপ ফ্রান্সিস এবং ইমানুয়েল ম্যাক্রোঁ পরিবেশ, অভিবাসন, সংঘাত মোকাবিলায় বহুমুখী অঙ্গীকার, নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলো নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংঘাত এবং ইউরোপের ভবিষ্যৎ নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।