লিবিয়া উপকূলে অন্তত ২০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

লিবিয়া উপকূলে অন্তত ২০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনশেষে দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আল কারাবোলি উপকূলের ২৫ মাইল দূরত্বে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা সবাই আফ্রিকান।

12জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাবে, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে এ বছর ৭৮৫ জনের মতো অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

লিবিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটি ১৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

২০১১ সালে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকেই দেশটিকে ইউরোপে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।