নাইজেরিয়ায় তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। পুড়ে গেছে ৫৩টি গাড়ি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

400x225_485347

প্রতিবেদনে বলা হয়, লাগোস ও ইবাদান শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দেশটি জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত আদেশিনা তিয়ামিউ বলেন, তিনি বিকালে সাড়ে পাঁচটার দিকে এই খবর পান।

ফেডারেল রোড সেফটি কমিশনের মুখপাত্র বিসি কাজিম বলেন,  অতেদোলা ব্রিজে লাগোস যাওয়ার পথে এই দুর্ঘটন হয়। মূলত ব্রেকফেলের কারণে এই ঘটনা ঘটে।

তিনি বলেন দুর্ঘটনায় একটি ট্যাংকার, পাঁচটি বাস, দুইটি ট্রাক, একটি ট্রাইসাইকেল ও ৪৫টি গাড়ি পুড়ে যায়।

সরকারি মুখপাত্র কেহিন্দ বামিগবেতান বলেন, সরকার হিসেবে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। হতাহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।