১০ ঘণ্টা বৈঠকের পর অভিবাসী ইস্যুতে ইইউ নেতাদের ঐকমত্য

অবশেষে অভিবাসন ইস্যু ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বারবার মতবিভেদ তৈরির প্রেক্ষাপটে প্রায় ১০ ঘণ্টা আলোচনা শেষে তারা এক সমঝোতায় পৌঁছান। বৈঠকে সিদ্ধান্ত হয় বিভিন্ন দেশে অভিবাসন কেন্দ্র গড়ে তোলার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মূলত আফ্রিকা থেকে অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। এক্ষেত্রে তাদের প্রবেশপথ থাকে ইতালি।  তাই  এই ইস্যুতে সবচেয়ে বেশি অনড় ছিল ইতালিই। তারা জানায়, সংকট সমাধানে তাদের পাশে না দাঁড়ালে ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দেয় তারা।

 

download

শুক্রবার সকাল থেকেই আলোচনায় বসে ইইউ নেতারা। তারা প্রস্তাব দেন, ইইউ দেশগুলো নতুন অভিবাসন কেন্দ্র খোলা যেতে পারে এবং এটা সম্পূর্ণই স্বেচ্ছাসেবার ভিত্তিতে। এই কেন্দ্রগুলোই যাচাই করবে যে কারা শরণার্থী ও কারা ‘অনিয়মিত অভিবাসী’ যাতের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। অভিবাসন প্রত্যাশীদের নিয়েও আলোচনা করা হয়। ইইউ দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হবে।

ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে বলেন, আজ ইতালি একা নয়। এই সম্মেলনের পর ইউরোপ আরও একত্ব ও দায়িত্বশীল হয়ে উঠেছে।

জার্মান চ্যান্সেরর অ্যাঙ্গেলা ম্যার্কেলও এই সম্মেলনে যোগ দেন। তিনি অভিবাসী নিয়ে ইইউয়ের ঐকমত্য চেয়েছিলেন। জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিয়ে চাপে আছেন তিনি। সৃষ্ট রাজনৈতিক সংকটে তার সরকার পতনও হতে পারে।

যেসকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যথেষ্ট কি না তা এখনও বলা যাচ্ছে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যার্কেল বলেন, এখনও ইইউকে অনেক কাজ করতে হবে। মতবিভেদ দূর করতে অনেক কিছু করার বাকি এখনও।

অভিবাসন ইস্যুতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রীয় দেশগুলো অভিবাসীদের নিতে অস্বীকৃতি জানিয়েছে। আফ্রিকা থেকে প্রবেশমুখ হওয়াতে গ্রিস ও ইতালিতে প্রায় ১ লাখ ৬০ হাজার শরণার্থী প্রবেশ করেছে। তারা ইউরোপের অন্যান্য দেশেও অভিবাসীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানালেও মাঝামাঝি থাকা দেশগুলো মানছে না।

এই সংকট কাটাতেই বারবার আলোচনায় বসছে ইইউ। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এই বৈঠকে ইউরোপের ঐক্য ফিরে এলো। ২৮টি দেশের নেতারা একমত হয়েছেন যে তাদের সীমান্ত আরও জোরদার করতে হবে। তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশগুলোতে আর্থিক সহায়তা বাড়াতে হবে।

eu-summit-su-summit-brussels-eu-summit-latest-eu-latest-eu-summit-migration-migration-crisis-migration-latest-migration-981301

তবে উত্তর আফ্রিকার দেশগুলোতে অভিবাসন কেন্দ্র স্থাপন অনেক কঠিন হবে। তাই মরক্কো এই প্রস্তাবের বিরোধিতা করেছে।  এছাড়া সাগর ও স্থলপথে অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে রুট তৈরি হয়েছে তা প্রতিহত করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

ইতালীয় প্রধানমন্ত্রী কন্তে আগে থেকেই প্রস্তাব দিয়ে আসছেন যেন বাকি দেশগুলো ইতালি ও গ্রিসের বোঝা ভাগ করে নেয়। ম্যার্কেল বলেন, অভিবাসন ইস্যুটি এখন ইউরোপে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

 মের্কেলের জোটসঙ্গী সিএসইউ দলের থেকে নিয়োগ দেওয়া জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার মের্কেলেকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে কোনও উপায় বের করতে না পারলে তিনি তাদের সীমান্তে অবস্থান নেওয়া অভিবাসীদের তাড়িয়ে দেবেন বলেও হুমকি দিয়ে রেখেছেন

সিরিয়া যুদ্ধসহ অন্যান্য সংঘাতের কারণে পালিয়ে আসা শরণার্থীসহ অভিবাসীরা জরুরিভিত্তিতে আশ্রয় প্রার্থনা করছেন। তবে এখনও ২০১৫ সালের মতো অবস্থা হয়নি। ওই সময় প্রতিদিন হাজার হাজার অভিবাসী গ্রিসের দ্বীপে আশ্রয় নিচ্ছিলেন। ইইউ’র কৌশলগত নেতৃত্ব ইউরোপিয়ান কাউন্সিল বলেছে, ২০১৫ অক্টোবর মাসের তুলনায় এখন অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা এখন ৯৬ শতাংশ কমে গেছে। ওই সময় সর্বোচ্চ সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে।