সিরিয়ায় আইএস নেতা বাগদাদির পুত্র নিহত

সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির পুত্র নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।আইএস নেতা আবু বকর আল বাগদাদি

বেশ কয়েকবার আল বাগদাদির মৃত্যু অথবা আহত হওয়ার খবর প্রকাশ পেলেও  ধারণা করা হয় এখনও তিনি বেঁচে আছেন। বাগদাদির পরিবার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। ২০১৪ সালে লেবাননে শিশুসহ এক নারীকে আটক করা হয়। বলা হয়ে থাকে তারা বাগদাদির স্ত্রী ও মেয়ে।

আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএস-এর একাউন্ট থেকে মঙ্গলবার রাতে বাগদাদির ছোট ছেলের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার সঙ্গে রাইফেল হাতে এক তরুণের ছবি পোস্ট করে তাকে হুতাইফা আল বদরি বলে উল্লেখ করা হয়।

তবে কখন কোথায় বা কিভাবে সে নিহত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, হোমস প্রদেশে সিরিয়া আর রাশিয়ার বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় সে নিহত হয়।

ইরাক ও মধ্যপ্রাচ্যে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে আইএস। এক সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদ সমর্থিত বাহিনী ও রুশ বাহিনী তাদের সেখান থেকে বিতাড়িত করেছে। তবুও সিরীয় মরুভূমি ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে তাদের অবস্থান ধরে রেখেছে এই গ্রুপটি।