ইসরায়েল সফরে আমিরাত সেনা প্রতিনিধি দল

ইসরায়েলে রাষ্ট্রীয় সফরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে একটি সেনা প্রতিনিধিদল। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর।

UAE-MILITARY

ইসরায়েলের আই-টুয়েন্টিফোর নিউজ চ্যানেল এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলে, ‘ইসরায়েলি বিমানবাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি সেনা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে। দলটি যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ পর্যালোচনা করতে এসেছে।

সেসময় একটি মার্কিন প্রতিনিধিদলও উপস্থিত ছিল বলে জানিয়েছে ওই সেনা সূত্র। সংবাদমাধ্যমটির মতে, আরব আমিরাতও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায়। ইরানের বিরুদ্ধে নিজেদের আঞ্চলিক শক্ত অবস্থান গড়ে তুলতেই এই সিদ্ধান্ত তাদের।

সংযুক্ত আরব আমিরাত থেকে অবশ্য এখনও এই সফরের বিষয়ে নিশ্চিত করা হয়নি।