সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা, নিহত ৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯ জন। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। প্রথমে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন পুলিশ স্টেশনের বাইরে। বিস্ফোরণ ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

05পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেন, শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ দিয়ে হামলা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে তিন হামলাকারী নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা হওয়ায় সেখানে একাধিক সরকারি ভবন রয়েছে। ফলে হামলার সময় সংলগ্ন ভবনগুলোতে আটকা পড়েন সরকারি চাকরিজীবীসহ অনেকে।