সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১০

সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালায় জঙ্গিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_102424916_dc054892-1491-4d30-9361-488a2cbbe5cf

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। দুটি হামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে গুলি চালাতে থাকে জঙ্গিরা।

পুলিশ সার্জেন্ট আবদির রহমান হাসান বলেন, বোমা হামলার পরই বন্দুকযুদ্ধ শুরু হয়। তিনজন জঙ্গি গুলি চালাতে থাকে। আল-জাজিরাকে পুলিশ জানায়, সব জঙ্গিদেরই দমন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় ১৭ জন বেসামরিক আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।

বিবিস জানায়, পুলিশের গাড়ি দিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়।

মোগাদিসুতে নিয়মিতই হামলায় চালায় আল-শাবাব। ২০১১ সালে রাজধানী থেকে তাদের বিতাড়িত করা হলেও এখন সেখানে শক্ত অবস্থান গড়ার প্রচেষ্ঠায় গোষ্ঠীটি। গত অক্টোবরে এক হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনায় তাদের দায়ী করা হয়।