লন্ড‌নে পার্লা‌মে‌ন্টের সামনে বাংলা‌দেশি রেস্টু‌রেন্টকর্মী‌দের বি‌ক্ষোভ চল‌ছে

১১১

বাংলা‌দেশি‌দের ঐ‌তিহ্যবাহী রেস্টুরেন্ট শিল্পকে রক্ষায় ব্রি‌টিশ সরকা‌রের হস্ত‌ক্ষেপ চে‌য়ে পার্লা‌মে‌ন্টের সাম‌নে বি‌ক্ষোভ চল‌ছে। মঙ্গলবার (১০ জুলাই) লন্ডন সময় বেলা ১২টা থে‌কে ও‌য়েস্ট মি‌নিস্টা‌রে এ মানববন্ধন ও বি‌ক্ষোভ শুরু হয়। বাংলা‌দেশ ক্যাটারার্স অ্যা‌সো‌সি‌য়েশ‌ন (বি‌সিএ)-এর উ‌দ্যো‌গে কর্মসূচি‌তে বৃটেনের বিশটি বাংলা‌দেশি সংগঠন অংশ নি‌চ্ছে। এছাড়াও সহস্রা‌ধিক ব্রি‌টিশ বাংলা‌দেশি ‌রেস্টুরেন্ট মা‌লিক ও কর্মী যোগ দিয়েছেন এ কর্মসূচিতে। 

২২

জানা যায়, ব্রি‌টে‌নে পঞ্চা‌শের দশক থে‌কে শুরু ক‌রে এখ‌নেও সব‌চে‌য়ে বে‌শি সংখ্যক মানুষ রেস্টু‌রেন্ট সেক্টর থে‌কে জী‌বিকা নির্ব‌াহ কর‌ছেন। কিন্তু গত ক‌য়েক বছর ধ‌রে দক্ষ কর্মী সংকট, আইনি জ‌টিলতা, প্র‌তি‌যোগিতামূলক বাজা‌রে খা‌দ্যের মানহীনতা, উচ্চমূল্যসহ নানা কার‌ণে সংক‌টে ভুগ‌ছে এ শিল্প। রেস্টু‌রেন্ট মা‌লিকরা বাংলা‌দেশ থে‌কে সহ‌জে স্টাফ নেওয়াসহ ন‌ানা দাবি‌তে দীর্ঘদিন ধ‌রে ব্রি‌টিশ সরকা‌রের কা‌ছে ধর্ণা দি‌চ্ছেন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি‌তে অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত র‌য়ে‌ছেন ক্যাটারার্স অ্যা‌সো‌সি‌য়েশ‌নের নেতা কামাল ইয়াকুব, পাশা খোন্দকার, মিঠু চৌধুরী, আনোয়ার হো‌সেন, দে‌লোয়ার হো‌সেন, মুজা‌হিদ‌ চৌধুরী, এম এ মু‌নিম  প্রমুখ।