মিসরের প্রেসিডেন্ট সিসিকে হত্যার ষড়যন্ত্রের বিচার মুলতুবী

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ২৯২ জনের বিচার মুলতুবী ঘোষণা করেছে দেশটির একটি সামরিক আদালত। মুলতুবী শেষে আগামী ১৮ জুলাই আদালতে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে।

মিসরের কায়রো আদালত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিসরের উত্তর-পূর্বাঞ্চলের শহর আরিসের একটি হোটেলে হামলা চালিয়ে বিচারকদের হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই হোটেলে থেকে বিচারকরা ২০১৫ সালের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন। ওই হামলায় দুইজন বিচারক, চারজন পুলিশ ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

২০১৫ সালের নির্বাচনে আল সিসি নির্বাচিত হন। ‍মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম বেসামরিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরিকে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন আল সিসি। এরপর তার বিরুদ্ধে একই ধরনের অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ তোলেন তিনি।