যৌথ নৌ-মহড়ায় অংশ নিলো যুক্তরাজ্য ও মিসর

যুক্তরাজ্যের রয়্যাল নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে মিসরের সেনারা।  কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। শুক্রবার রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে’র খবরে এই দাবি করা হয়।

1280px-HMS_Argyll_F231_with_Senegalese_patrol_vessel_in_2013-e1531567998285

খবরে বলা হয়, গত ৯ জুলাই আলেকজান্দ্রিয়া নৌ-ঘাঁটিতে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইএমএস অ্যাগ্রি-২ পৌঁছানোর পর এই মহড়া শুরু হয়। মিসরের নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল আহমেদ খালেদ হাসান সাঈদ ওই সময় জ্যেষ্ঠ ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন বলে খবরে দাবি করা হয়। তারা ভবিষ্যতে মিসরের নৌবাহিনী ও রয়্যাল নেভির মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

রাশিয়া টুডে আরও জানায়, সন্ত্রাসবিরোধী লড়াই ও নৌ-নিরাপত্তার হুমকিকে মাথায় রেখে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়া বিভিন্ন আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়। সূত্র: মিডলইস্ট মনিটর।