ইরাক সীমান্তে তিন জঙ্গি হত্যার দাবি ইরানের

ইরাক সীমান্তে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সামরিক বাহিনী রেভুলশ্যনারি গার্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

2018312175827345

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ‘বিপ্লব-বিরোধী’ জঙিরা সীমান্ত পেরিয়ে কেরমানশাহ এলাকায় হামলার পরিকল্পনা করছিলো। তবে বিবৃতিতে জঙ্গিদের পরিচয় দেয়নি তারা।

স্থানীয় এক স্বেচ্ছাসেবী সেনাও এদিন নিহত হয়েছেন। তিনি রেভ্যুলশনারি গার্ডের হয়ে লড়াই করছিলেন। অভিযানে এক জঙ্গি আহতও হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

ইরানের ইরাক সীমান্তে প্রায়ই এমন গোলাগুলির ঘটনা ঘটে। গত মাসে রেভ্যুলশনারি গার্ড দাবি করেছিল তারা অভিযানে ৯ জন জঙ্গি হত্যা করতে সমর্থ হয়।২০১৭ সালে তেহরানে পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনির ভবনে আইএসের হামলায় ১৮ জন নিহত হয়েছিল।