সরকারের টাকায় হেলিকপ্টারে ঘুরে বেড়ান ইমরান: শাহবাজ

সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সরকারি অর্থে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ান; অভিযোগ করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ জুলাই) ইমরান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজের ‘লুটকৃত’ অর্থ দেশে ফেরাতে সরকারের পদক্ষেপ দাবি করেন। এর একদিনের মাথায় শনিবার (১৪ জুলাই) নওয়াজের ভাই শাহবাজ ইমরানের দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন শাহবাজ। সম্প্রচারমাধ্যম শামা টিভির খবর থেকে এসব কথা জানা গেছে।

শাহবাজ শরিফ (বায়ে) ও ইমরান খান (ডানে)

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ এনে ইমরান খান শুক্রবার মন্তব্য করেছেন, এবার তার লুটকৃত অর্থ পাকিস্তানে ফেরাতে পদক্ষেপ নেওয়া উচিত। একদিনের মাথায় শাহবাজ মন্তব্য করেন, পিটিআই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আখড়া। তার অভিযোগ, ‘খাইবার পাখতুনখোয়া সরকারের খরচ দিয়ে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান ইমরান।’ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শাহবাজ। তার অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। শাহবাজ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে আমরা ফলাফল মেনে নেবো না।’

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানিয়েছে, নওয়াজের সমালোচনার পাশাপাশি ইমরান খান তার দলের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নওয়াজ গ্রেফতার হওয়ার আগে বৃহস্পতিবার ইমরান মন্তব্য করেছিলেন, যারা নওয়াজকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবে তারা গাধা। ইমরানের পাশাপাশি তার দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও নওয়াজ শরিফের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে শাহবাজ এসব কথা বললেন।