রুশ-হস্তক্ষেপ নিয়ে মন্তব্যে পিছু হটলেন ট্রাম্প

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন গোয়েন্দা দাবি দৃশ্যত নাকচ করে দেওয়ার একদিন পর পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের সংবাদ সম্মেলনে তিনি ভুল বলেছিলেন দাবি করে বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন হস্তক্ষেপকারী রাশিয়া না হওয়ার কারণ দেখেন না তিনি। সোমবারের সংবাদ সম্মেলনে রাখা বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডেমোক্র্যাটদের সমালোচনা ছাড়াও নিজের মিত্রদের কাছ থেকেও তার বক্তব্য পরিষ্কার করার আহ্বান পান তিনি। এছাড়া ট্রাম্প-পুতিনের দুই ঘণ্টার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তলব করেছে মার্কিন কংগ্রেস।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হেলসিংকিতে পুতিনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দীর্ঘ কথা হয়েছে। এই আলাপচারিতায় ২০১৬ সালের নির্বাচনে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের কোনও কারণ তিনি দেখতে পাননি। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই নিশ্চিত করেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ হয়েছিল। সোমবারের বক্তব্যে দৃশ্যত মার্কিন গোয়েন্দা দাবি প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

তবে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি তার পূর্ণ বিশ্বাস আর সমর্থন রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘আগামী সপ্তাতে কংগ্রেসের সামনে হাজির হতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তলব করা হয়েছে। তাকে সোমবার ট্রাম্প-পুতিনের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে।’