সহযোগিতার নতুন ধাপে চীন ও সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বলেছেন, চীনের সঙ্গে সহযোগিতার একটি নতুন ধাপ শুরু করতে যাচ্ছে তার দেশ। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। এদিন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ছাড়াও শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মিলিত হন আবু ধাবি’র যুবরাজ এবং আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আলাপকালে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্বের কৌশল নিয়ে আলোচনা করেন দুই দেশের নেতারা।

12বৈঠক চলাকালে আমিরাত সফররত চীনা প্রেসিডেন্ট ও দেশটির প্রতিনিধি দলকে স্বাগত জানান শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট বলেন, দুই পক্ষের আলোচনায় সংযুক্ত আরব আমিরাত ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা হয়েছে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্কের ভিত্তি এমন এক জায়গায় যেখানে সংযুক্ত আরব আমিরাত ও চীন সহযোগিতার নতুন ধাপে পদার্পণ করতে পারে। সূত্র: গালফ নিউজ।