বার্তাকক্ষের কর্মী সংখ্যা অর্ধেক কমাচ্ছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ

New York Daily Newsবার্তাকক্ষের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন ট্যাবলয়েড দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজ। এর আওতায় সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক জিম রিচ-ও রয়েছেন। বাদ যায়নি ট্যাবলয়েডটির সামাজিক মাধ্যমের কর্মীরাও। গত বছর সব দায় দেনাসহ মাত্র এক ডলারে পত্রিকাটি কিনে নেয় শিকাগো ট্রিবিউন পত্রিকার মালিক গ্রুপ ট্রোনক ইনকর্পোরেশন। সোমবার নিউ ইয়র্ক ডেইলি নিউজ-এর বাকি থাকা প্রায় ৪০ সাংবাদিককে ইমেইল করেছে ট্রোনক। এতে অপরাধ, নাগরিক ন্যায়বিচার ও জনদায়বদ্ধতাকে মাথায় রেখে ব্রেকিং নিউজে গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

গত শতাব্দীতে নিউ ইয়র্কের অন্যতম সংবাদপত্র বিবেচিত হয়েছে দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজ। ১১ বার পত্রিকাটি সংবাদপত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছে। গত বছরও একটি ক্যাটাগরিতে পুলিৎজার জেতে পত্রিকাটি।

ছাঁটাইয়ের ঘোষণা অবশ্য আগেই দেওয়া হয়েছিল। সোমবার সকালে এক টুইট বার্তায় জিম রিচ লেখেন, ‘যদি গণতন্ত্র ঘৃণা করেন, আর ভাবেন যে স্থানীয় সরকার কোনও বাছবিচার ছাড়াই পরিচালিত হওয়া উচিত তাহলে আজ আপনাদের জন্য খুব ভালো দিন।’

এদিকে এই ছাঁটাই পুনর্বিবেচনা করতে ট্রোনকের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ডু কুয়োমো। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি ট্রোনককে তাদের এই কঠোর পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। এই বিপর্যয় এড়াতে তাদের সঙ্গে কাজ করতেও আমরা প্রস্তুত রয়েছি।

বিগত কয়েক বছরে পত্রিকাটির লাভ আর সার্কুলেশন দুটিই কমেছে। তা সত্ত্বেও পত্রিকাটি স্বাস্থ্য ও জন আবাসন নিয়ে সমালোচনামূলক কাভারেজ অব্যাহত রাখে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এর লভ্যাংশ ২২ শতাংশ কমে যায়।

সোমবার কতজন কর্মী ছাঁটাইয়ের শিকার হচ্ছেন তা জানাতে অস্বীকার করেছে ট্রোনক। বার্তাকক্ষে পাঠানো এক ইমেইল বার্তায় ট্রোনক বলেছে, নিউ ইয়র্ক ডেইলি নিউজকে ডিজিটাল মাধ্যমে সত্যিকার প্রতিষ্ঠানে পরিণত করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

ট্রোনকের মালিকানাধীন পেনসিলভানিয়ার পত্রিকা দ্য মর্নিং কল-এর সম্পাদক রর্বাট ইয়র্ক ডেইলি নিউজের সম্পাদকের দায়িত্ব নেবেন। ট্রোনকের মালিকানায় থাকা অন্য পত্রিকাগুলোর মধ্যে রয়েছে শিকাগো ট্রিবিউন, দ্য বাল্টিমোর সান, দ্য ওরল্যান্ডো সেনটিনেল। গত মাসে তারা লস এঞ্জেলস টাইমস বিক্রি করে দেয়। সূত্র: দ্য গার্ডিয়ান।