৯ বছর আটকে রাখার পর তুরস্কের জাহাজ ফেরত দিলো আলজেরিয়া

প্রায় এক দশক ধরে আলজেরিয়ার বন্দরে আটকে থাকার পর সোমবার (৩০ জুলাই) তুরস্কের তিনটি জাহাজ দেশে ফিরেছে। অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জাহাজগুলোকে আটকে রাখা হয়েছিল। এতোদিন ধরে জাহাজগুলো আটকে রাখার দায়ে এবার আলজেরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে তুরস্কের কোম্পানি। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

৯ বছর ধরে তুরস্কের তিনটি জাহাজ আলজেরিয়ার বন্দরে আটকা পড়ে ছিল
আলজেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস-কে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়, তুরস্কের ওই তিনটি জাহাজকে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর আন্নাবাতে ৯ বছর ধরে আটকে রাখা হয়েছিল। এ নিয়ে মামলা চলছিলো। তবে শেষ পর্যন্ত মামলার রায় তুর্কি কোম্পানির পক্ষে যাওয়ায় সোমবার তা ফেরত দেওয়া হয়।

তুরস্কের জাহাজ তিনটির মালিক, অ্যাকোয়াগ্রুপ। কোম্পানিটির চেয়ারম্যান ওসমান কোচামান সাংবাদিকদের বলেন, ‘আমাদের ৩ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে। তিনটি জাহাজের মধ্যে দুইটিই ভাড়া করা ছিল। ৯ বছর ধরে কোম্পানিকে ভাড়া পরিশোধ করতে হয়েছে কিন্তু জাহাজগুলো ব্যবহার করা যায়নি।’

ওসমান কোচামান আরও বলেন, ‘যদিও আমরা মামলায় জিতে গেছি, তবে এ এক দীর্ঘ যাত্রা ছিল।’

দশকব্যাপী বন্দরে পড়ে থাকা জাহাজগুলোকে প্রয়োজনীয় সংস্কার করে দেশে ফেরত আনতেও অনেক কষ্ট হয়েছে বলে ক্ষোভ জানান তিনি।