আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: তেহরান

তেহরান-ওয়াশিংটন পরমাণু সমঝোতা ভেস্তে যাওয়া এবং সংলাপের পথ বন্ধ হওয়ার সমস্ত দায় যুক্তরাষ্ট্রের, দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় এই দাবি করেছেন। তিনি হুমকির পথ পরিহার করে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘কোনও পূর্বশর্ত ছাড়াই’ যেকোনও সময়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যে কারও সঙ্গে সাক্ষাত করতে পারি। আমি আলোচনায় বিশ্বাস করি।’ জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ‘পরমাণু সমঝোতা ও আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকা যেন নিজেকে দায়ী করে।’ হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা যাবে না বলেও তিনি উল্লখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জনগণ ও আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

২০১৫ সালের জুলাইয়ে ভিয়েনায় পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ছয় পরাশক্তি। দুই মাস আগে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে হুমকি দেওয়া হয়, ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের তেল রফতানি আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় তারা। এজন্য বিভিন্ন দেশের ওপর হুমকি ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন তারা। চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট রুহানির মধ্যে শত্রুতামূলক হুমকি-ধামকির পর এবার ট্রাম্প বৈঠকের প্রস্তাব দেন।