ভারতের সঙ্গে চলমান বাণিজ্যের পরিমাণ আগামী ২০২০ সাল নাগাদ এক হাজার কোটি ডলারে পৌঁছানোর আশা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলোগু। শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিজয় কুমার সিংয়ের সঙ্গে বৈঠকের পর এক টুইটার বার্তায় তিনি একথা বলেন। সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।
মেভলুত কাভুসলোগু তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, তুরস্ক ও ভারতের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। গত বছরের ৬৯০ কোটি ডলার থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য এক হাজার কোটি মার্কিন ডলারে নিতে আমরা যৌথভাবে কাজ করবো।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সিঙ্গাপুরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কাভুসলোগু অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সিঙ্গাপুরে এই সম্মেলনে আসিয়ানের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সহযোগিরা অংশ নিচ্ছে। এই সম্মেলনের উদ্দেশ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গতি আনা ও সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা। আগামীকাল এই সম্মেলন শেষ হবে।