নাইজারে কলেরা মহামারীতে ১৩ জনের মৃত্যু

 

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে কলেরা মহামারী দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে সেখানে ইতোমধ্যে ১৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় এক হাজার মানুষ।

নাইজারে কলেরা আক্রান্ত শিশু

জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক দফতর থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মাসের শুরুতে দেশটির মারাদির দক্ষিণাঞ্চলে এই মহামারী শুরু হয়। ইতোমধ্যে সেখানকার কমপক্ষে ৯৯৩ জন মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এক থেকে ১৫ বছর বয়সী শিশু।

নাইজারের স্বাস্থ্যমন্ত্রী ইলিয়াসু মেইনাসারা বলেন, তার মন্ত্রণালয় এই মহামারী নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা আরও অনেক মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে।

কলেরার সময় মতো চিকিৎসা না করা হলে তা ডায়রিয়া, পেট ব্যাথা ও পেট ফাপার পাশাপাশি বমি হতে পারে। প্রধানত দূষিত খাবার ও পানিই এই রোগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা সম্পন্ন গরীব দেশগুলোতে প্রতিবছর ২১ হাজার থেকে এক লাখ ৪৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। সূত্র: আনাদোলু।