ইতালিতে সড়ক সেতু ধসে নিহত ১০

ইতালির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী জেনোয়ায় একটি সড়ক সেতু ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মহাসড়কের ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।noname
এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ‘এখন পর্যন্ত দুইজন আহত হওয়ার কথা জানা গেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক নিহতের খবর পাচ্ছি আমরা।’ সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা দুইজনকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। ১৯৬০-এর দশকে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

nonameএকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় সড়ক সেতুটির ওপর আট থেকে নয়টি যানবাহন ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিহতের প্রকৃত সংখ্যা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা অনেক। স্থানীয় সম্প্রচার মাধ্যমের ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায় প্রায় ২০০ মিটার ধসে গেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, সেতু ধসে পড়ার সময় অন্তত ৮-৯টি গাড়ি দেখেছিলেন তিনি। অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে ইতালীয় বার্তা সংস্থা আদক্রোনোস জানায়, নিহতের সংখ্যা অনেক।