ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ২৪

ইকুয়েডনে ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত এক সড়কে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। কলম্বিয়া থেকে ইকুয়েডরের রাজধানী কুইটো যাওয়ার পথে বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 1423594

প্রতিবেদনে বলা হয়, নিহতেরদ বেশিরভাগই কলম্বিয়ান। তবে বাসটিতে কিছু ভেনেজুয়েলারও যাত্রী ছিলেন। কুইটোর নিরাপত্তা সচিব হুয়ান জাপাতা স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, নিহদের বেশিরভাগই কলম্বিয়ান। আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

দুর্ঘটনস্থল পিফো-পাপালাকটা রাস্তাটি ইকুয়েডরের অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান। কর্তৃপক্ষ এখনও এই দুর্ঘটনার কারণ বের করতে পারেনি। তবে বলা হচ্ছে, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।

মরদেহ দেখে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দমকলকর্মীরা।