যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বাজেট অনুমোদন, ব্যয় বেড়েছে ১৭০০ কোটি ডলার

পরবর্তী অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেটের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সোমবার ‘জাতীয় প্রতিরক্ষা অনুমোদন’ নামের বিল স্বাক্ষরের মধ্য দিয়ে ৭১ হাজার ৭শ কোটি ডলারের জাতীয় বাজেট অনুমোদন করেছেন তিনি। অনুমোদিত এই বাজেট সেপ্টেম্বর মাসে শেষ হতে যাওয়া চলতি অর্থ বছরের চেয়ে ১ হাজার ৭শ কোটি ডলার বেশি।

nonameজাতীয় প্রতিরক্ষা অনুমোদন প্রস্তাবনা বা এন ডি এ এ’তে সামরিক নীতি এবং এর বাস্তবায়নে কী পরিমাণ তহবিলের দরকার হবে তার রূপরেখা দেওয়া আছে। ট্রাম্প বলেছেন, এনডিএএ (ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট) আধুনিক ইতিহাসে আমাদের সেনাবাহিনী ও যুদ্ধ-সৈনিকদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমরা আমাদের সেনাবাহিনীকে অতীতের যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী করে তুলতে চাই’

নতুন প্রতিরক্ষা বাজেটে সামরিক ব্যয় অনুমোদন পাওয়ার পাশাপাশি চীনের ‘জেডটিই কর্পোরেশন’ ও ‘হুয়াই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের’ সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের চুক্তির ওপর নিয়ন্ত্রণও শিথিল করা হয়েছে। এতে চীনের হুমকির প্রসঙ্গও উল্লেখিত হয়েছে। বলা হয়েছে সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং বিদেশে আগ্রাসী বিনিয়োগের মধ্যে দিয়ে বিশ্ব-ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আছে দেশটি।