প্যাস্টর ব্র্যানসনকে মুক্তি দিলেও তুর্কি পণ্যে শুল্ক বহাল রাখবে যুক্তরাষ্ট্র

তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্র্যানসনকে নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপড়েন শুরু হলেও হোয়াইট হাউস জানিয়েছে তাকে মুক্তি দিলেও অ্যালুমিনিয়াম ও স্টিল পণ্যের ওপর শুল্ক কমানো হবে না। বুধবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সারাহ স্যান্ডার্স এসব কথা জানান। 

thumbs_b_c_ea08ec6489d758fe9e1b13d386d850e3মার্কিন যাজক আটকের ঘটনা থেকে সম্প্রতি তুরস্ক ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সরকার তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন আইনমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন এরদোগান। এরপর গত শুক্রবার তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সারাহ স্যান্ডার্স দাবি করেন, তার মুক্তির সঙ্গে এর সম্পর্ক নেই। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই শুল্ক আরোপ করা হয়েছে।  তিনি আরও বলেন, প্যাস্টর ব্র্যানসন ও অন্যান্যদের মুক্তি দিলে বিষয়টি বিবেচনা করে দেখতে পারে যুক্তরাষ্ট্র।

তুরস্কের শুল্ক বাড়ানোর ঘটনায় স্যান্ডার্স বলেন, এটা নিশ্চিতভাবেই দুঃখজনক ও ভুল পদক্ষেপ।

মার্কিন খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রুব্রুনসনকে গ্রেফতার করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে টানাপোড়েন অনেক জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে তুরস্কের ওপর বেশ কিছু বিধি-নিষেধও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ব্রুনসনর মুক্তি দাবি করছে আর তুরস্ক বলছে সে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলে আসছেন, ব্রানসনকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ফেতুল্লাহ গুলেনকে ফেরত চায় তুরস্ক। ফেতুল্লাহ গুলেনকে ওই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করে থাকে তুরস্ক।