বোমা হামলার শঙ্কায় চিলি ও পেরুতে ৪ বিমানের জরুরি অবতরণ

লাতিন আমেরিকার দেশ চিলি ও পেরুতে বোমা হামলার শঙ্কায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে চারটি বিমান। চিলি বিমান কর্তৃপক্ষ এই বোমা হুমকির কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

airline-airport-runway-625-300_625x300_51456245487

প্রতিবেদনে বলা হয়, চারটির মধ্যে দুইটি বিমান ছিলো লাটাম এয়ারলাইনসের আর বাকি দুইটি ছিলো স্বল্পমূল্যের চিলিয়ান এয়ারলাইন্স ‘স্কাই’ এর। স্কাই জানায়ম তাদের তৃতীয় আরেকটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলো। হুমকির কারণে আর আকাশে ওড়েনি বিমানটি।

দেশটির বিমান কর্তৃপক্ষের মহাপরিচালক ও এয়ারলাইন্সগুলো জানায়, ওই পাঁচ বিমানের কোনটিতেই বোমা পাওয়া যায়নি। চারটি বিমানেরই যাত্রা কিংবা উদ্দেশ্যস্থল ছিলো চিলির রাজধানী সান্তিয়াগো।

সিভিল এভিয়েশন জানায়, সান্তিয়াগোর আরুত্র মেরিনো বিমানবন্দর থেকে স্কাই ১৬২ বিমানটি উত্তরাঞ্চলীয় শহর আন্তোফাগাতসায় রওনা দিয়েছিলো। এরপর তাকে সান্তিয়াগো ফিরে আসতে বলা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের প্রটোকল অনুযায়ী বিমানবন্দর কর্মকর্তা ও পুলিশে নিরাপত্তা তল্লাশি জরুরি ছিলো। যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।

লাতামের ফ্লাইটটি পেরুর রাজধানী লিমা থেকে চিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে তাদের পেরুর পিসকো শহরে জরুরি অবতরণ করতে বলা হয়। সেখানেও চালানো হয় তল্লাশি। পেরুর পরিবহন মন্ত্রণালয় এক টুইটের মাধ্যমে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরেকটি বিমান আর্জেন্টাইন শহর মেনদোসা থেকে রওনা দিলেও পেরুর সান্তিয়াগোতে অবতরণ করে।  

চিলির পুলিশ কর্মকর্তারাও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।