ইরাকে মার্কিন জোটের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার জোটের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

helikopter-kazasi

বিবৃতিতে বলা হয়,  হেলিকপ্টারটি জোটের অংশীদারদের  সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তা বিধ্বস্ত হয়েছে। এতে বলা হয়, বিধ্বস্তের পর তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের জন্য  উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোনও কারণে হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়। ইতোমধ্যে  ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা অনেক কমিয়ে ফেলা হয়েছিল। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস দেশটির অনেক এলাকা দখল করার পর সেখানে সেনা উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাদের সহায়তার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোট গঠন করা হয়। জঙ্গিবিরোধী অভিযানে ইরাকি সেনারা অংশ নিলেও তাদের পরিকল্পনাসহ অন্যান্য সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।