ঈদুল আজহায় দুই হাজারের বেশি বন্দির মুক্তি দিয়েছে মিসর

মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে এই মাসে দুই হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে মিসর। প্রেসিডেন্টের ক্ষমার আওতায় এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

মিসরে মুক্তিপ্রাপ্ত কয়েদিরা

খবরে বলা হয়, মঙ্গলবার মিসর ২৩৭৬ বন্দিকে মুক্তি দিয়েছে। এই মাসে প্রেসিডেন্ট তৃতীয়বারে মতো ক্ষমা ঘোষণা করায় এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঈদুল আজহার প্রথমদিন রাজক্ষমার আওতায় এক হাজার ৮৮ বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও ৬৬১ জনকে শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও দেনা পরিশোধ না করায় গ্রেফতার হওয়া আরও ৬২৭ ব্যক্তিকে রাজক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ৬৬ জন কয়েদিকে মুক্তি দেন। তিনদিন পর আরও এক হাজার ১১৮ জনকে মুক্তির নির্দেশ প্রেসিডেন্ট।