মিসরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জঙ্গি নিহত

মিসরের উত্তরাঞ্চলের সিনাই উপদ্বীপের আরিস শহরের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

মিসরের নিরাপত্তা বাহিনী

খবরে বলা হয়, নিহত জঙ্গিরা হামলার চেষ্টার সময়ই গুলি শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতদের মধ্যে একজনের কোমরে আত্মঘাতী বিস্ফোরণ বেল্ট ছিল। তবে এই ঘটনায় মিসরীয় বাহিনীর কারও হতাহতের খবর পাওয়া যায়নি। মিসরীয় কর্তৃপক্ষও এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এর ফলে সৃষ্ট গোলযোগের সুযোগে গত কয়েক বছর ধরে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। বেশিরভাগ হামলার দায়িত্ব স্বীকার করে বেলায়েতে সিনাই নামের একটি গোষ্ঠী। মিসরের সামরিক ও পুলিশ বাহিনীই তাদের এসব হামলার প্রধান টার্গেট। এছাড়া সিনাই উপত্যকায় আইএসের তৎপরতাও বেড়েছে। সেখানে কয়েক বছরে কয়েকশ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।