ইউক্রেনে বিস্ফোরণ, রুশপন্থী বিদ্রোহীদের শীর্ষ নেতা নিহত

ইউক্রেনের ডনেটস্ক শহরের একটি ক্যাফেতে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আলেকজান্ডার জাকহারচেনকো নামের রুশপন্থী বিদ্রোহীদের একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহতের মুখপাত্র এ হামলা ও হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলায় ডনেটস্ক পিপল’স রিপাবলিকের (ডিএনআর) প্রধান নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

Zakharchenkoএকই বিস্ফোরণে আলেকজান্ডার তিমোফিয়েভ নামে দলটির আরও এক নেতা আহত হয়েছেন।

২০১৪ সাল থেকেই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিকের’ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন নিহত আলেকজান্ডার জাকহারচেনকো।

এ হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কিয়েভের যোগসাজশের অনেক কারণ রয়েছে। তারা শান্তির অঙ্গীকার ভঙ্গ করে রক্তস্রোতের সিদ্ধান্ত নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ অবশ্য প্রত্যাখান করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইয়েলেনা গিটলিয়ানসকায়া এ হত্যাকাণ্ডের জন্য ‘সন্ত্রাসী ও রাশিয়ানদের’ অন্তঃকোন্দলকে দায়ী করেছেন।

২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা দোনেৎস্ক ও লুহানস্কের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নেয় দেশটির রুশপন্থী বিদ্রোহীরা। তার সেখানে ইউক্রেনের শাসনব্যবস্থাকে অস্বীকার করে। শুক্রবার নিহত আলেকজান্ডার জাকহারচেনকো ছিলেন এই রুশপন্থী বিদ্রোহীদের নেতা। ওই সময়ে এলাকা দুটির দখল নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়। তবে সম্প্রতি মস্কোর সঙ্গেও তার সম্পর্কের অবনতির খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি।