নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৩০ সেনাসদস্য নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বোকো হারাম জঙ্গিরা। এতে অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Boko Haramপ্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিনশেষে বর্নো প্রদেশের জারি গ্রামে ওই ঘাঁটিটি ঘিরে অবস্থান নেয় বোকো হারাম সদস্যরা। এক পর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর তারা দৃশ্যত ঘাঁটিটির দখল নিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছিুক সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, ট্রাকে করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বোকো হারাম সদস্য সেখানে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। তারা সেনাদের হতবিহ্বল করে দিতে সক্ষম হয়।

পরে আকাশ প্রতিরক্ষার সুবিধা নিয়ে সেনারা ঘাঁটিটি উদ্ধার করতে সক্ষম হলেও বোকো হারামের সদস্যরা যাওয়ার সময় সেখান থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যায়।