ইকুয়েডরে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এক বাস দুর্ঘটনায় তিন শিশুসহ দশজন নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বাসটি শনিবার লোজা শহর থেকে যাওয়ার পথে কোয়েনকা শহরের প্রায় ২১ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে। আল জাজিরার খবরে বলা হয়েছে গত কয়েকদিনে লাতিন আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।noname
কোয়েনকার স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপণ দফতর এক টুইটার বার্তায় বলেছে, আমাদের কর্মীরা দশটি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু। এছাড়া ১৬ জন আহতের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে অগ্নি নির্বাপণ কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় হতাহতদের বের করে আনে।

গত ১৪ আগস্ট ৪০ যাত্রীবাহি কলম্বিয়ার একটি বাস ইকুয়েডরের রাজধানী কুইটোতে দুর্ঘটনার কবলে পড়লে ২৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে কলম্বিয়া ও ভেনেজুয়েলার নাগরিক ছিলেন।

তারও দুইদিন আগে ইকুয়েডরের জনপ্রিয় বার্সেলোনা এফসির সমর্থকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে ১২ জন নিহত ও ৩০জন আহত হয়।

দেশটির জাতীয় পরিবহন সংস্থার হিসেবে গত বছর ইকুয়েডরে গড়ে প্রতিদিন ছয় জন মানুষ মারা গেছেন।