কায়রোর মার্কিন দূতাবাসের বাইরে সন্দেহভাজন বোমা উদ্ধার

মিসরের রাজধানী কায়রোর সুরক্ষিত মার্কিন দূতাবাসে সন্দেহভাজন বিস্ফোরক ডিভাইস ছোঁড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পথচারীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। উদ্ধার করা হয়েছে ওই ডিভাইসটি।noname
মিসরের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন মঙ্গলবার দূতাবাস ভবনের ও রাষ্ট্রদূতের বাসভবনের বাগানকে আলাদা করা কংক্রিটের দেয়ালের বাইরে ওই সন্দেহভাজন বিস্ফোরকটি শনাক্ত করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ব্যক্তি ওই ডিভাইসটি দূতাবাস লক্ষ্য করে ছুঁড়লে তা ভেতরে না গিয়ে দেয়ালে আঘাত করে ফিরে আসে। পরে সেখান থেকে ধোঁয়া বের হয়।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ আরব ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আটক সন্দেহভাজন ব্যক্তির বয়স ২০ বছর। আর ঘটনার সময়ে সাদা ট্রাউজার ও কালো টি-শার্ট পরেছিলেন। ওই সূত্রটি জানায় একটি কালো স্যুটকেসে করে ওই ডিভাইসটি বহন করছিলেন।

কায়রোয় মার্কিন দূতাবাসের প্রথমবার এক টুইট বার্তায় দূতাবাসের কাছের ঘটনার খবর সম্পর্কে সচেতন থাকার কথা জানিয়ে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরে এক টুইট বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ জানায় পুলিশ তাদের তদন্ত শেষ করেছে আর দূতাবাস স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।