হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের

ইয়েমেন থেকে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। তাদের দাবি, বুধবারের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অন্তত ২৬ জন আহত হয়েছে।

houthi missile-afp file 3_2018

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়,বুধবার হতাহতের মধ্যে দুইজন শিশুও রয়েছে। বিগত কয়েক মাসে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়িয়েছে ইয়েমেন। সৌদি জোটের দাবি, এই নিয়ে ২০১৫ সাল থেকে মোট ১৮৫টি  ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি ন্যাশনাল গার্ড ক্যাম্পকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি হামলা চালানো হয়।

তিন বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এপর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ২২০০ শিশু রয়েছে।