প্যারাগুয়েতে দূতাবাস খুলবে তুরস্ক

জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে আনায় প্যারাগুয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে তুরস্ক। প্যারাগুয়ের রাজধানী অসানসিওনে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস কাস্তিগিলোনি

গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়াও হয়। এ নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড়  ওঠে। অব্যাহত রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেম, গাজা ও বেথলেহেমসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে।

যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর এবার জেরুজালেমে ইসরায়েলি দূতাবাস স্থানান্তর করে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। তবে বুধবার জেরুজালেম থেকে তেলআবিবে প্যারাগুয়ে দূতাবাস সরিয়ে নেওয়ায় ঘোষণা দেয় প্যারাগুয়ে। আর এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল।

তবে তাদের এই সিদ্ধান্ত খুশি তুরস্ক। প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস কাস্তিগিলোনি বলেন,তুরস্ক দূতাবাস খোলার মাধ্যমে আমাদের সমর্থন দিলো। আর ফিলিস্তিনিরাও এই পদক্ষেপকে সম্মানজনক বলছেন। 

এদিকে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্যারাগুয়ের প্রেসিডেন্ট আবোদোকে ফোন দিয়ে তার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান। আর প্যারাগুয়েতে ইসরায়েলি দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বিশ্বের বেশিরভাগ দেশই জেরুজালেমে ইসরায়েলের কর্তৃত্ব সমর্থন করে না। তারা মনে করেন, শান্তি আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে। ফিলিস্তিনি নেতারা বলেন, দূতাবাস সরিয়ে যুক্তরাষ্ট্র আরও শান্তি বিনষ্ট করলো্। আরব বিশ্বে শান্তি মধ্যস্থতাকারী হিসেবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।