লিবিয়ায় রাষ্ট্রীয় তেল করপোরেশনে বন্দুকধারীর হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির রাষ্ট্রীয় তেল করপোরেশন (এনওসি) ভবনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্ধুকযুদ্ধ চলে তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_103362236_049188162-1২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর ত্রিপোলিতে জাতিসংঘের সমর্থনে একটি মনোনীত সরকার রয়েছে। ওই কর্তৃপক্ষকে জাতীয় চুক্তির সরকার বা জিএনএ নামে অভিহিত করা হয়। তবে দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রয়ে গেছে। এরপর গত সপ্তাহে লিবিয়ার সশস্ত্র প্রতিপক্ষরা শান্তিচুক্তিতে পৌঁছেছে বলে জানায় দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন।

এর পরেই আবার এই হামলার ঘটনা ঘটলো। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বন্দুকধারী হঠাৎ করে ভবনে প্রবেশ করেন। বাহির থেকে কয়েকটি বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়।

হামলার পর তেল কর্পোরেশনের এক কর্মকর্তা জানালা দিয়ে পালিয়ে আসে। তিনি বলেন, তিন থেকে পাঁচজন বন্দুকধারী ভেতরে গুলি চালাচ্ছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

রয়টার্স জানায়, এনওসি চেয়ারম্যান মুস্তাফা সানাল্লাহকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।