নাইজেরিয়ায় পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭

 

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে একটি পেট্রোল স্টেশনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। এছাড়া আরও কমপক্ষে ৩৭ জন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার একজন কর্মকর্তার বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_cbf555ed4a016986c79ae5f64eaa6d23

নাইজেরিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা আকওয়াঙ্গা সোমবার বলেন, এই মুহুর্তে সাতজন নিহত হয়েছেন। পরে এই সংখ্যা আরও বাড়তে পারে। লাফিয়ার মোনাকো পেট্রোল স্টেশনে বিস্ফোরণে আরও বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। আমরা এ পর্যন্ত ৩৭ জন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করেছি। তিনি আরও বলেন, এই বিস্ফোরণের পর সেখানে ব্যাপক মাত্রা গ্যাস নির্গত হয়েছে। তিনি বলেন, সেখানে আগের দিন থেকেই গ্যাস নির্গত হচ্ছিল। বিস্ফোরণ এড়াতে ওই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার কোনওভাবে একটি গাড়ি সেখানে ঢুকে পড়লে এই বিস্ফোরণ ঘটে।  

স্থানীয়রা দাবি করেছেন, এই বিস্ফোরণের ঘটনায় ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় বাসিন্দা লওয়ানি ডেভিড বলেন, দমকল কর্মীরা বিস্ফোরণ নিয়ন্ত্রণে আনা পর্যন্ত সেখানে ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আর হাসপাতালগুলোতে গুরুতর দগ্ধদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।