ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া করছে রাশিয়া

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বলা হচ্ছে স্নায়ুযুদ্ধের পর এত বড় সামরিক মহড়া এবারই প্রথম। সাইবেরিয়ার পূর্বাঞ্চলে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিয়েছে প্রায় ৩ লাখ সেনা সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

11092018_russian_militaryপূর্ব সাইবেরিয়ায় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এ মহড়ার নামকরণ করা হয়েছে ভস্তক-২০১৮। এতে অংশ নিচ্ছেন মঙ্গোলীয় ও চীনা সেনারা। এর আগে ১৯৮১ সালে স্নায়ুযুদ্ধের সময় এত বড় সামরিক মহড়া হয়েছিলো। তবে এবারের মহড়ায় বেশি মানুষ অংশ নিচ্ছে।

বিবিসি জানায়, মহড়াটি এমন সময় আয়োজন করা হচ্ছে যখন ন্যাটোর সঙ্গে তাদের উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, এবারের সামরিক মহড়াটি অনেক বড় পরিসরে হচ্ছে। এই মহড়ায় তিন লাখ সেনা, ৩৬ হাজার সামরিক যান, এক হাজার যুদ্ধবিমান ও ৮০টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

মহড়া শুরুর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।