বুরকিনা ফাসোয় জোড়া হামলায় নিহত ৮

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় জোড়া বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

b25e722d0ca34d16b33ec37ff3a8ef68_18

এক বিবৃতিতে স্থানীয় গভর্নর বলেন, ‘কমপিয়েনবিগা ও দিয়াবিগা গ্রামদুটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলায় একজন ধর্মীয় নেতাকে লক্ষ্য করা হয়।

নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, ওই হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন।

এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে দেশটিতে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে।

এর আগে চলতি বছর মার্চে দেশটিতে অবস্থিত ফরাসি দূতাবাসে সন্ত্রাসী হামলায় ১৬ জন নিহত হয়েছিলেন। আর গতবছর এক রেস্টুরেন্টে হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন।