কাতারের দেওয়া বিলাসবহুল বিমানের পক্ষে সাফাই এরদোয়ানের

কাতারের পক্ষ থেকে পাওয়া বিলাসবহুল বিমানের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

LYNXNPEE8G0LS_Lপ্রতিবেদনে বলা হয়, এরদোয়ানকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ উপহার দিচ্ছেন। ৫শ’ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বিমানটি তুর্কি বিমান বহরে সংযুক্ত অত্যন্ত বিলাসবহুল ও উচ্চগতিসম্পন্ন বিমান।

অর্থনৈতিক সংকটে থাকা তুরস্কে বিমান নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েন এরদোয়ান। তবে তার দাবি, এটা ব্যক্তি এরদোয়ানকে দেওয়া হচ্ছে না, এটা রাষ্ট্রকে দেওয়া হচ্ছে। আর বিমানটি কেনা হচ্ছে না, উপহার হিসেবে আসছে।

তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এক আইনজীবী বলেন, এই বিমানটি কেনা হয়েছে, অনুদানে আসেনি। তুরস্কের এমন অর্থনৈতিক সংকটে এমন করা উচিত হয়নি।

এরদোয়ান বলেন, বিমানটি কিনতে চাওয়া হয়েছিল। কিন্তু কাতারি আমির বলেছেন, ‘আমি তুরস্কের কাছ থেকে টাকা নেবো না। এটা আমি উপহার দেবো।

তুরস্কের অর্থনৈতিক সংকটে ১৫০০ কোটি ডলারের প্রকল্পের ঘোষণা দিয়েছে তাদের মিত্র কাতার।