সামরিক কুচকাওয়াজে হামলা

যুক্তরাজ্য, হল্যান্ড আর ডেনমার্কের রাষ্ট্রদূতকে ডেকে কঠোর ভর্ৎসনা তেহরানের

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে জঙ্গি হামলার জেরে তেহরানে নিযুক্ত হল্যান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একইসঙ্গে ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকেও তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে ইরানের দাফতরিক সংবাদ সংস্থা ইরনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে ওই তিন কূটনীতিকের কাছে শনিবার সামরিক কুচকাওয়াজের হামলায় জড়িত সামরিক গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তেহরানভিত্তিক পার্সটুডে কূটনীতিক সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, হামলাকারী গোষ্ঠীর সদস্যরা ইউরোপীয় ওই তিন দেশে অবস্থান করছে।
noname

শনিবার (২২ সেপ্টেম্বর) ইরানের খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলার সময়েই সেখানে জঙ্গি হামলা হয়। অজ্ঞাত বন্দুকধারীদের ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।  জঙ্গিগোষ্ঠী আইএস আমাক নিউজ এজেন্সির মাধ্যমে হামলার দায় স্বীকার করলেও হামলায় নিজেদের জড়িত থাকার স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। সৌদি সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আহওয়াজ ন্যাশনাল রেজিস্ট্যান্সও হামলার দায় স্বীকার করেছে। ইরানি কর্মকর্তারাও হামলার জন্য সৌদি মদদপুষ্ট আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীদেরই সন্দেহ করছেন। আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়। আল জাজিরা তাদের দুইজন হামলাকারীর নিহত হওয়ার সংবাদ দিয়ে জানিয়েছে, পালিয়া যাওয়া হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে ইরান। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মন্ত্রণালয়ে ইউরোপ বিষয়ক মহাপরিচালক ওই তিন কূটনীতিকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এসব বৈঠকে ওই তিন দেশে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের উপস্থিতির তীব্র প্রতিবাদ জানানো হয়। মহাপরিচালক রাষ্ট্রদূতদের বলেন, শনিবার আহওয়াজের কুচকাওয়াজে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ব্রিটেন, ডেনমার্ক ও হল্যান্ডে অবস্থান করছে যা দুঃখজনক।  তিনি আক্ষেপ করে বলেন, এসব সন্ত্রাসী যতদিন ইউরোপে জঙ্গি হামলা না চালাচ্ছে ততদিন তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের অনীহা গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, আহওয়াজে হামলা পরিচালনাকারী জঙ্গি গোষ্ঠীর যেসব সদস্য ইউরোপে অবস্থান করছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্যে অবিলম্বে ইরানের কাছে হস্তান্তর করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ইরনায় উদ্ধৃত বাহরাম কাসেমির সূত্রে জানিয়েছে,  ইরানের পক্ষ থেকে ডেনমার্ক আর হল্যান্ডকে কঠোর ভৎসনা করা হয়েছে। দাবি করা হয়েছে, হামলার হোতা ও সহযোগী জঙ্গিরা তাদের দেশেই অবস্থান করছে। তাদেরকে তেহরানের হাতে তুলে দিয়ে হামলার ঘটনায় দোষীদের বিচার নিশ্চিতের পথ সুগম করার জোর দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারী আহওয়াজ গোষ্ঠী লন্ডনের একটি টেলিভিশন নেটওয়ার্ক ব্যবহার করেই এ ঘটনার দায় স্বীকার করেছে। ওই গোষ্ঠী সৌদি সমর্থিত বলে দাবি তেহরানের।  

পার্সটুডে জানিয়েছে, ব্রিটেন, হল্যান্ড ও ডেনমার্কের কূটনীতিকরা ইরানের এ বক্তব্য নিজেদের সরকারগুলোর কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন। তারা হামলায় বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।