শাদে বোকো হারামের ঘাঁটিতে অভিযান, নিহত ১৭

আফ্রিকার দেশ শাদে বোকো হারামের হামালায় সরকারি বাহিনরী পাল্টা অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীটির অন্তত ১৭ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

chad-armed-forces-3206223-1170x610

প্রতিবেদনে বলা হয়, এর আগের দিন বোকো হারামের হামরায় ২ সেনাসহ ছয়জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে তিনজন বন বিভাগ কর্মকর্তা ও দুইজন কাস্টম কর্মকর্তা ছিলেন।

এক সামরিক সূত্র জানায়, হামলাকারীদের জবাব দেওয়া হয়েছে। শাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বলেন, ’১৭ জন বোকো হারাম সেনাকে হত্যা করা হয়েছে।

আফ্রিকার এই দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে বোকো হারাম। এর আগে ২২ জুলাই এক হামলায় ১৮ জন গ্রামবাসীকে হত্যা করেছিলো গোষ্ঠীটি ২০০৮ সাল থেকে নাইজেরিয়া তাণ্ডব চালিয়ে আসছে তারা। এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছে লক্ষাধিক।