ফ্লোরিডায় এগিয়ে যাচ্ছে ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় মাইকেল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত আনতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় শহরগুলোতে বৃষ্টি ও বন্যার সৃষ্টি হয়েছে। ভেঙে গেছে বাড়ি ও গাছপালা।

_103804976_hi049888823

দেশটির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘন্টায় ১৫০ মাইল বেগে আঘাত হানা ঝড়টি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়। ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। প্রায় চার লাখ মানুষকে ঘর-বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লোরিডির এক কর্মকর্তা জানান, গাছ পড়ে ইতোমেধ্যে একজনের মৃতু হয়েছে। মাইকেল এতই শক্তিশালী যে স্থলভাগে এসেও ঘুর্ণিঝড়ের বেগ কমেনি। হঠাৎ করে এটি উৎপত্তি হওয়ায় অনেকে বিস্মিত।

মঙ্গলবার ঝড়টি দুই ক্যাটাগরির ছিলো। পরে বুধবার সকালে এটাকে পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ঘোষণা করেন আবহাওয়াবিদরা। ফ্লোরিডার গভর্নর রিক স্কট ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞের’ আশঙ্কা প্রকাশ করে। তিনি বলেন, শতাব্দীতে এটাই সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হবে।

এর আগে মধ্য আমেরিকায় মাইকেলের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে হন্ডুরাসে ছয়, নিকারাগুয়ায় চার ও এর সালভেদরে তিন জন রয়েছেন। ফ্লোরিডা থেকে ঘর ছেড়েছেন ৩ লাখ ৭০ হাজার জন।