উগান্ডায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ৩১

আফ্রিকার দেশ উগান্ডায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা মাউন্ট এলগোনে এই ভূমিধসের ঘটনা ঘটে। শুক্রবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

52de8da5-baba-47ac-a41d-191c56dd5ba1

উগান্ডার দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ক সরকারি কর্মকর্তা মার্টিন অয়োর বলেন, বৃহস্পতিবার দেশটির পুর্বাঞ্চলীয় বুডুডা জেলার পাহাড়ঘেঁষা একটি ছোটো শহরে ওই ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসোভেনি বলেন, উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সরকার এসব দুযোর্গ এড়াতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

ভূমিধসে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেসিডেন্ট

উগান্ডা ও কেনিয়া সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে পাহাড়ের পাদদেশে থাকা বুডুডা ভূমিধসের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিবহুল এলাকা। ২০১০ সালে ওই অঞ্চলে ভূমিধসের ফলে অন্তত একশজনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া ২০১২ সালে একই কারণে ধ্বংস হয়ে যায় তিনটি গ্রাম।