নাইজেরিয়ায় মার্কেটে দাঙ্গায় নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে একটি মার্কেটে থুতু ছেটানোকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া দাঙ্গায় অন্তত ৫৫জন নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে কাসুয়ান মাগিনি শহরে ঠেলাগাড়ি চালক মুসলিম ও খ্রীষ্টান তরুণেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এই দাঙ্গা শুরু হয়। অস্থিরতা সৃষ্টির পর ২২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রদেশটির পুলিশ কমিশনার।noname
প্রায়ই নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা সেহু টুইটারে লিখেছেন, এই ধরণের বিরোধে বারবার এই ধরণের সহিংসতাকে ভীতিকর বলে মনে করেন প্রেসিডেন্ট বুহানি। টুইটারে তিনি লেখেন, ‘প্রেসিডেন্টের মতে কোন সংস্কৃতি এবং ধর্ম জীবনের পবিত্রতাকে উপেক্ষা করা সমর্থন করে না। তিনি আরও বলেন, যেকোনও সমাজের সমৃদ্ধি এবং উন্নতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন’।  এবারের দাঙ্গার পর শহরে কার্ফু জারি করেছে কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট বুহানি বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শৃঙ্খলা ছাড়া আমাদের দৈনন্দিন লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়বে। তিনি বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সহিষ্ণুতায় উৎসাহ দেওয়ার পাশাপাশি এ ধরণের বিভেদ সহিংসতায় পরিণত হওয়ার আগে থামানোর আহ্বান জানান।