প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিলেন সৌদি কনস্যুলেটের ৫ তুর্কি কর্মী

ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে কর্মরত আরও পাঁচজন তুর্কি নাগরিক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে জবানবন্দি দিয়েছেন। তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভি’র বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গত সপ্তাহে সৌদি কনস্যুলেটের ২০ জন কর্মী খাশোগি হত্যার তদন্তে নিয়োজিত প্রসিকিউটরের কাছে জবানবন্দি দিয়েছেন। আর এবার আরও পাঁচজন প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিলেন।

ইস্তানবুলে সৌদি কনস্যুলেট

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে তারা দাবি করে, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না।আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এর মধ্যে এই ঘটনার বিস্তারিত তুলে ধরার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আর তদন্ত অব্যাহত রেখেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর।

গত সপ্তাহে সৌদি কনস্যুলেটের ২০ জন কর্মী খাশোগি হত্যার তদন্তে নিয়োজিত প্রসিকিউটরের কাছে জবানবন্দি দিয়েছেন। তুরস্কের ইংরেজি টেলিভিশন চ্যানেল টিআরটি’র খবরে রবিবার বলা হয়,  ইস্তানবুলের চিফ প্রসিকিউটর এর আগে সৌদি কনস্যুলেটের কয়েকজন তুর্কি কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তারা জানিয়েছিলেন, খাশোগি নিখোঁজ হওয়ার দিন আকস্মিকভাবে তাদের কাজে যেতে নিষেধ করা হয়েছিল। তাই তারা সেদিন সৌদি কনস্যুলেটে যাননি। এবার নতুন করে আরও ২৮ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পরোয়ানা জারি করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ওই ২৮ জনের মধ্যে ৫ তুর্কি নাগরিকের জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।  

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত জামাল খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী ছিলেন তিনি। ওয়াশিংটন পোস্ট ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সৌদি আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক অনুষ্ঠানগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন খাশোগি।তিনি সৌদি রাজপরিবারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।