ক্যামেরুনে ৭৮ স্কুলশিক্ষার্থী অপহৃত

আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার হয়েছে ৭৮ জন স্কুলশিক্ষার্থী। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। অপহৃত হয়েছেন স্কুলটির অধ্যক্ষও।

e5f5a36789a0114095d96a0d45e3bf3c_L

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলে এই অপহরণের ঘটনা ঘটে।  কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়।  বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

অপহরণকারীদের তরফে এখনও কোনও দাবি করা হয়নি।বন্দুকধারীরা নিজেদের আম্বা বয়েজ বলে দাবি করছে। তারা জানায়, ‘শুধুমাত্র কষ্ট ভোগের পরই অপহৃতদের ছেড়ে দেওয়া হবে।  

ক্যামেরুনের একটি সামরিক সূত্র জানিয়েছে মোট ৮১ জনকে অপহরণ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সামরিক বাহিনী বিদ্রোহী অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে ওই সূত্র।

স্থানীয় গভর্নর দেবেন শোফো বলেন, অন্তত ৭৮ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। সামরিক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, অপহৃতদের একটি জঙলে নিয়ে যাওয়া হয়েছে।