ইথিওপিয়ায় গণকবরের সন্ধান, ২০০ মরদেহ উদ্ধার

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০০ মরদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। দেশটির সোমালি ও অরোমিয়া সীমান্তবর্তী অঞ্চলে গণকবরটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

11f5e6f64ce4415b94210f30d304f2f6

গত  এক বছরে সহিংসতায় হাজার হাজার ইথিওপিয়ান প্রাণ হারিয়েছেন। সাবেক স্থানীয় প্রেসিডেনন্ট আবদি মোহাম্মাদের বিরুদ্ধে তদন্ত অভিযান চালাতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

জাতিগত দাঙ্গা তৈরির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন আবদি মোহাম্মদ। তার নির্দেশে স্থানীয় নিরাপত্তা বাহিনী যারা লিউ হিসেবে বেশি পরিচিত তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা ২০০ মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।

গত আগস্টে প্রেসিডেন্ট এর দায়িত্ব থেকে জোর করে অব্যাহতি দেওয়া হয় আবদি মোহাম্মদকে। এর কয়েক সপ্তাহ পরে গ্রেফতারও করা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর শাসনামলে প্রচুর হত্যাকাণ্ড, ধর্ষণ ও নিপীড়ন সংঘটিত হয়েছে।