জর্ডানে বন্যা, ১২ জনের প্রাণহানি

জর্ডানের ঐহিত্যবাহী পর্যটন নগরী পেত্রায় কয়েক সপ্তাহের ভারী বর্ষণজনিত বন্যায় শিশুসহ অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন। বন্যার পানির স্রোতে তাদের গাড়ি ভেসে যায়। উদ্ভূত পরিস্থিতিতে উপদ্রুত এলাকা থেকে প্রায় চার হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন স্পটগুলো।

nonameনিখোঁজ পাঁচ ব্যক্তির খোঁজে হেলিকপ্টারে করে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

পেত্রার কোনও কোনও জায়গায় বন্যার পানি ১৩ ফুট উঁচুতে উঠছে। ফলে সেসব স্থানে যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে। পানির কারণে একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ওই এলাকায় ইতোপূর্বে কখনও তারা এমন ভয়াবহ মাত্রার বন্যা দেখেননি।

এর আগে গত মাসের শেষ দিকে বন্দরনগরী আকাবায় আকস্মিক বন্যায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে ‘ডেড সি’ তে গিয়ে পড়ে। ওই বাসডুবির ঘটনায় ১৮ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা।