সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবারের গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। রবিবার সকালে সোমালিয়ার পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_717af2e45eb06733cf56e82da1d346cd

সোমালিয়ার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বলেন, শুক্রবার তিনটি গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত একশ জন আহত হয়েছেন।  তিনি আরও বলেন,  জনপ্রিয় সাহাফি হোটেল ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তিনি আরও জানান,  বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হলেও হামলাকারীরা এসব প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেনি।

আহমেদ জাকারিয়া নামে একজন উদ্ধারকর্মী এর আগে বলেছিলেন,  নিহতের সংখ্যা ২৩ জন। তাদের মধ্যে ৯ জন জঙ্গিগোষ্ঠী আল শাহাবের সদস্য। গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে।

সোমালিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, নিহত জঙ্গিদের ৬ জনকে নিরাপত্তা রক্ষীরা হত্যা করেছে। আর তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন।