ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_104263267_221cb814-e45c-49e0-ada7-c36b607a1c92

খবরে বলা হয়, রবিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস শহরের ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা হলো ২৩। এছাড়া দক্ষিণাঞ্চলের মালিবু শহরের কাছেও আরও দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

দাবানলের তাণ্ডবে শুক্রবার পর্যন্ত উপদ্রুত এলাকার অন্তত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।